ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাধারণ শিক্ষায় চালু হচ্ছে কারিগরি: দীপু মণি

আগামী ২০২০ সাল থেকে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। আগামী ২০২১ সালে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দু’টি করে ট্রেড চালু করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের পুর্নমিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এসময় তিনি বলেন, ট্রেডগুলো চালু করা হচ্ছে যেন শিক্ষার্থীরা নিজেদের কর্মক্ষম করে তুলতে পারে।

দীপু মনি জানান, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের দক্ষতা সম্পন্ন জনশক্তি প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে তাই আমরা শিক্ষা কারিকুলামে পরিবর্তন এনেছি। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন