ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষামূলক বই পেলো কিশোররা

শিক্ষামূলক বই পেলো কিশোররা

জামালপুরে সরিষাবাড়ীতে যুব সমাজকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে মহাদান ইউনিয়ন ফোরামের উদ্যোগে বই বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী গ্রামের কিশোরদের মধ্যে শিক্ষামূলক বই বিতরণ করা হয়।

মহাদান ইউনিয়ন ফোরামের নির্বাহী পরিচালক সমাজসেবক আবু তাহের এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ফোরামের স্বেচ্ছাসেবক শফিক ভূঁইয়া, সাজ্জাদ হোসেন, রাশেদুল ইসলাম বিদ্যুৎ, শফিকুল ইসলাম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মহাদান ইউনিয়ন ফোরামের নির্বাহী পরিচালক আবু তাহের বলেন, বই পড়লে মানুষ আলোকিত হয়, মেধার বিকাশ ঘটে ও সমাজের দক্ষ জনবল সৃষ্টি হয়। তাই যুবসমাজকে মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বই বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন