ঢাকা | রবিবার
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চবিতে যৌন নিপীড়নে দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

চবিতে যৌন নিপীড়নে দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হেনস্থা করার অভিযোগে হাটহাজারি সরকারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানের সভাপতিত্বে নগর অফিসে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো চট্টগ্রামের হাটহাজারি সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (রেজিঃ নং- ২০২২০২৪৫২৭৮) মো. নূর হোসেন শাওন এবং একই কলেজের ডিগ্রী (স্নাতক) পাস’র ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (রেজিঃ নং- ১৯১০২১৬৫৫২৯) মোহাম্মদ আব্দুল মান্নান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়। তাদের ছাত্রত্ব স্থায়ীভাবে কেন বাতিল করা হবে না এই মর্মে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। উক্ত নোটিশের জবাব ১০ দিনের মধ্যে দেয়ার জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এছাড়া ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দেখার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১৭ জুলাই দিবাগত রাতে এক ছাত্রীকে হেনস্থা ও যৌন নিপীড়নের ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা চর্চা এবং মূল্যবোধের অবক্ষয় রোধে কাউন্সিলিং করানোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয় ওই সভায়।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে বন্ধুর সঙ্গে হলে ফেরার পথে এক ছাত্রীকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে কয়েকজন। ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠে। এসময় তার সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগী ওই শিক্ষার্থী ২০ জুলাই হাটহাজারী থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬যুবককে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন