ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ধর্ম শিক্ষা বাদ দেওয়ার সুযোগ নেই’

ধর্ম শিক্ষা পাঠ্যক্রমে একটি আবশ্যকীয় বিষয়। তাই ধর্ম শিক্ষা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং তা বাদ দেওয়া হয়নি। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, জনপ্রতিনিধি হই বা অন্য যে কোনো দায়িত্বেই থাকি না কেন, দেশের শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ বিষয়। যা প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত। সুতরাং এ বিষয়ে কথা বলার সময় সঠিক তথ্য জেনে বলা ভালো। আর একজন দায়িত্বশীল ব্যক্তি থেকে আমাদের চাওয়াটা আরও অনেক বেশি।

ফখরুল ইমামকে উদ্দেশ করে দীপু মনি বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাতে চাই, তিনি পরে হলেও তথ্য যাচাই করে দেখেছেন ও ভুল স্বীকার করে বক্তব্য প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।

কিন্তু সারাদেশে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার আগে তথ্য যাচাই করে কথা বলা উচিৎ ছিল বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, সমাজের একটি অংশ, যারা সব সময় ধর্মের দোহাই দিয়ে নানাভাবে আমাদের এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করার চেষ্টা করে। তারা তার (ফখরুল ইমাম) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই বক্তব্যের কিছুদিন আগ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা চলছিল যে, আমাদের নতুন শিক্ষাক্রমে ধর্ম শিক্ষা বাদ দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। ধর্ম শিক্ষা সবসময় ছিল, এখনও আছে। না থাকার কোনো কারণ দেখি না। আমাদের শিক্ষায় জ্ঞান-দক্ষতা যেমন থাকবে, পাশাপাশি সঠিক মনোভাব, মূল্যবোধ ও নৈতিকতা থাকবে। সেই জায়গায় ধর্ম শিক্ষা একটি আবশ্যকীয় বিষয়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন