ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল আজ বুধবার প্রকাশিত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান।

তিনি বলেন, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৫০টি কলেজের মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২ লাখ ৩৭ হাজার ১২৭ জন তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।

আজ বুধবার সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuh2Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.results.nu.ac.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।

এছাড়া আরও প্রকাশিত হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল। আজ বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়। সারাদেশে এ পরীক্ষায় মোট ১৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১১৭ জন। এবং পাসের হার ৭৬ দশমিক ৩ শতাংশ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন