ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো

জ্বালানি সংকটের কারণে শ্রীলঙ্কায় স্কুলের ছুটি আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। গতকাল ৪ জুলাই স্কুল খোলার কথা থাকলেও ৮ জুলাই পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এদিকে, ডলারে দাম পরিশোধের শর্তে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়েছে সরকার।

শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চার জুলাই স্কুল খোলার কথা থাকলেও ৮ জুলাই পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। তীব্র জ্বালানি সংকটের কারণে গত মাসে একদিনের জন্য সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধের ঘোষণা দেয়া হয়। তবে, এর মেয়াদ বাড়ানোয় গত দুই সপ্তাহে স্কুলের কার্যক্রম আর শুরু হয়নি।

এদিকে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী শুক্রবার নাগাদ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে একটি জাহাজ বন্দরে ভিড়বে। ২২ জুলাই আসবে গ্যাসোলিনবাহী একটি জাহাজ। সংকট নিরসনে জ্বালানি আমদানির উদ্যোগ নেয়া হলেও ডলারের মজুদ সংকটে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় নতুন কৌশল হিসেবে ডলারে নগদ মূল্য পরিশোধের বিনিময়ে শিল্প-কারখানায় জ্বালানি সরবরাহের প্রস্তাব করেছে শ্রীলঙ্কার সরকার।

সংবাদটি শেয়ার করুন