ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক প্রজেক্টে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাফল্য

ভারতের আইআইটি বোম্বে- এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত হয়েছে সিটি প্ল্যানিং প্রতিযোগিতা। এতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পুরকৌশল বিভাগের একটি টিম কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভারত, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। দীর্ঘ ৫ মাসব্যাপী চলমান কন্টেস্টে ৩ ধাপে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত এই কন্টেস্টে অংশগ্রহণ করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পুরকৌশল বিভাগের ৪ জন শিক্ষার্থীর টিম ‘নগর আকৃতি’। কন্টেস্টে টিম ‘নগর আকৃতি’ সেরা ৫ টিমের মধ্যে নিজেদের স্থান করে নেয়।

টিমের মধ্যে রয়েছে জাহিদ হাসান, আব্দুল খালিক ফাহিম, পার্থ প্রতীম দাস এবং সৌরভ নন্দী মজুমদার। টিমের তত্ত্ববধায়নে ছিলেন সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ জহির বিন আলম।

টিম নগর আকৃতি সিলেট শহরের ৩টি থিমের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। যার মধ্যে রয়েছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্টেশন ও ওয়েস্ট ম্যানেজমেন্ট। সিলেট শহরে উল্লেখিত থিমগুলোর মাধ্যমে বর্তমান ডেভেলপমেন্ট স্ট্র্যাটিজি ও সাসটেনেবল ডেভেলপমেন্ট নিশ্চিতের বিষয়টি তুলে ধরা হয়। এতে কি কি ধরণের পরিবর্তন আনা যায় সেই সম্পর্কে বিস্তারিত ফিল্ড ওয়ার্ক ও এনালাইসিস করে টিম নগর আকৃতি। অনলাইনে দেওয়া প্রেজেন্টেশনে টিম নগর আকৃতি ভারতীয় জুরি বোর্ড হতে অর্জন করেছে বিশেষ সুনাম।

সিলেট শহরের বর্তমান জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবেলা, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয়, বর্জ্য ব্যবস্থাপনায় উন্নয়ন, নিরাপদ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন বিষয়ক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয় প্রজেক্টে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন