শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অক্সফোর্ডকে হারিয়ে শিরোপা জিতল ঢাকা বিশ্ববিদ্যালয়

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর কিট মার্সার এবং র‌্যাচেল ও’নুনাইনকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর সাজিদ খন্দকার ও সৌরদিপ পল এর দল। সম্প্রতি অনুষ্ঠিত ‘আইইউবি এসেনশন ২০১৯’ উন্মুক্ত ক্যাটাগরিতে তারা এই শিরোপা জিতেন।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) আয়োজন করেছিল আন্তর্জাতিক এই বিতর্ক প্রতিযোগিতাটি। এবার নিয়ে চতুর্থবারের মতো বিতর্কটি আয়োজন করেছে আইইউবি। ২০১৬ সালে এসেনশন যাত্রা শুরু করে একটি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা হিসেবে। পরের বছর থেকেই যা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় আন্তর্জাতিক বিতর্ক উৎসবে রুপ নেয়।

চ্যাম্পিয়ন দলের সৌরদিপ পল বলেন, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বিতর্ক অভিজ্ঞতা, এসেনশন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এ জন্য যে, ঢাবির আইবিএতে আমার সর্বশেষ বিতর্ক টুর্নামেন্ট ছিল এসেনশন। এই টুর্নামেন্ট এর ডেকোরেশনের প্রতিটি উপাদান এবং অমায়িক অতিথিপরায়ণতা, আমি সব সময় মনে রাখব।

প্রতিযোগিতায় হাইস্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় একাডেমিয়া স্কুলের মাহাথির ও মানাল এর দল। রানার্স আপ হয় এসএফএক্স গ্রিনহেরাল্ড এর অঙ্কিতা দে এবং রিশী ভট্যাচার্জ। নভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যােলয়ের আইবিএর সৈয়দ শাদাব এবং আয়মানুল ইসলামের দল। আর রানার্স আপ হন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনলজি (আইইউটি)-এর যাহিন রাইদাহ ও তৌকির আযম চৌধুরী।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন উন্মুক্ত ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যােলয়ের আইবিএর সাজিদ খন্দকার, হাইস্কুল ক্যাটাগরিতে মাস্টারমাইন্ডের ইনকিয়াদ পাটোয়ারী এবং নভিস ক্যাটাগরিতে ভারতের ইগ্নাইট মাইন্ডস এর রোহিত মিধা।

 

আরও পড়ুনঃ  বিরতির পর য়্যুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি

আনন্দবাজার/ডব্লিউ এস

 

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন