উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দুই মাসের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একটি বড় ধরনের পরিবর্তন আসবে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার এক্সটেনশন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
শাবিপ্রবি উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামী মাসেই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার কাজ শুরু করবো যাতে এটি একটি চমৎকার ক্যাফেটেরিয়ায় পরিণত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি বড় ধরনের পরিবর্তন হবে।
অধ্যাপক ফরিদ উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়কে রোল মডেল হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে চারটা উন্নত মানের খাবারের জায়গা তৈরি করার কাজ শুরু করেছি। শিক্ষার্থীদের খাবারের জায়গার আর কোনো সমস্যা থাকবে না।
তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের, গৌরবের ও গর্বের বিশ্ববিদ্যালয়। সবসময় এর উন্নয়নে কাজ করে যাবো।
আনন্দবাজার/টি এস পি