ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষায় বাজেট কমেছে

শিক্ষায় বাজেট কমেছে

চতুর্থ শিল্পবিপ্লবের স্বপ্নে বিভোর বাঙালি। আর এই বিপ্লব যে শিক্ষাব্যবস্থার হাত ধরে আসবে সে কথা বিশে^র তাবদ দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও সমাজ সচেতন ব্যক্তিরা স্বীকার করে আন্তর্জাতিক মানের শিক্ষার গুরুত্ব দিচ্ছেন। কিন্তু সেদিক থেকে পেছনের দিকে যাচ্ছে বাংলাদেশ।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষাখাতে বাজেট কমানো হয়েছে। যদিও টাকার অঙ্কে কিছুটা বেড়েছে তবে শতাংশ হিসেবে তা কমেছে। প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ দেয়া হয়ে ৩৯ হাজার ৯৬০ কোটি টাকা অর্থাৎ ৫.৯ শতাংশ। অথচ ২০২১-২২ অর্থবছরে তা ছিল ৩৬ হাজার ৪৮৫ কোটি টাকা। অর্থাৎ ৬.০ শতাংশ, যদিও সংশোধিত বাজেটে তা ছিল ৩২ হাজার ৪১১ কোটি টাকা অর্থাৎ ৫.৫ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে ছিল ২৯ হাজার ৬১৫ কোটি টাকা, অর্থাৎ ৬.৪ শতাংশ।

এবার প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩১ হাজার ৭৬১ কোটি টাকা, অর্থাৎ ৪.৭ শতাংশ। অথচ ২০২১-২২ অর্থবছরে তা ছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা, অর্থাৎ ৪.৪ শতাংশ। আর সংশোধিত বাজেটে তা ছিল ২৮ হাজার ২২২ কোটি টাকা, অথাৎ ৪.৮ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে ছিল ২৩ হাজার ২১২ কোটি টাকা, অর্থাৎ ৫.০ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে ছিল ১৮ হাজার ৯৯ কোটি টাকা, অর্থাৎ ৫.৩ শতাংশ।

শিক্ষায় বাজেট কম বরাদ্দের বিষয়ে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ বলেন, এটি শিক্ষাব্যবস্থার সাথে প্রহসন। আমরা চতুর্থ শিল্পবিপ্লবের স্বপ্নে বিভোর হয়ে আছি। অথচ বছর বছর শিক্ষায় বাজেট শতাংশ হিসেবে কমছে। আমরা বারবার দাবি জানিয়ে আসছিলাম শিক্ষায় জাতীয় বাজেটের অন্তত ২০ শতাংশ বরাদ্দ দিতে। দেশের শিক্ষাবিদরাও এ দাবি দীর্ঘদিন যাবত করে আসছে। আর রাষ্ট্র শুধুই পেছনে যাচ্ছে। সংসদে আলোচনাকালে এই বাজেট শতাংশ হিসেবে আরো বৃদ্ধি করে ২০ শতাংশের কাছাকাছি নিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন