ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান অনুষদভুক্ত তিনটি বিভাগের জন্য নতুন নন-মেজর বিষয় হিসেবে ‘মৃত্তিকা বিজ্ঞান’ বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভাগ তিনটি হচ্ছে,, ভূগোল ও পরিবেশ বিভাগ, রসায়ন বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
গত বৃহস্পতিবার (১২ মে) প্রো-উপাচার্য শিক্ষা ও ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের শিক্ষা-কার্যক্রমসহ অন্যান্য বিষয় আলোচনার জন্য নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়েছে, প্রমোশন পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীরা। এসব কলেজের তিনটি বর্ষের তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে এ প্রমোশন পাচ্ছেন।
শিক্ষাবর্ষ তিনটি হচ্ছে, স্নাতক ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০।
আনন্দবাজার/টি এস পি