ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষায় পরিবর্তন এনেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার নাম্বার বণ্টন পরিবর্তনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত মঙ্গলবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৭ মার্চ থেকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। অনলাইনে এ আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চূড়ান্ত আবেদন চলবে।

এবারের ভর্তি পরীক্ষায় যা কিছুর পরিবর্তন আনা হয়েছে তা ভর্তিচ্ছুদের জন্য নিচে তুলে ধরা হলো-

বাড়ানো হয়েছে শিফট এবং ভর্তিচ্ছুর সংখ্যা: এবারও তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। অর্থাৎ থাকছে আগের তিনটি ইউনিট (A, B, C)। এবার শিফটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগের মতো দুইটি নয় তিনটি শিফটে পরীক্ষা হবে। পাশাপাশি বাড়ানো হয়েছে ভর্তিচ্ছুর সংখ্যাও। গত বছর ভর্তিচ্ছুর সংখ্যা ছিল ৩২ হাজার। এ বছর প্রতি ইউনিটে ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে তিন ইউনিটে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবে, যা গত বছরের তুলনায় বেশি।

কমানো হয়েছে আবেদন ফি: ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা থাকা থাকলেও চূড়ান্ত আবেদন ফি ১২০০ টাকার পরিবের্তে ধরা হয়েছে ১১০০ টাকা।

বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা: গত বছর বহুনির্বাচনী এবং লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়েছিল। ১০০ নাম্বারের এই পরীক্ষায় ৬০ নাম্বার বহুনির্বাচনী এবং ৪০ নাম্বার লিখিত। কিন্তু এবছর আর লিখিত থাকছে না। শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০।

যা কিছু রয়েছে আগের নিয়মে: গত বছরের ন্যায় এবারও তিনটি ইউনিটে (A, B, C) ভর্তি পরীক্ষা হবে। ‘এ’ ইউনিটের আওতায় রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ ইউনিটের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের ৭টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। এছাড়াও ‘সি’ ইউনিটে রয়েছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২৬টি বিভাগ।

এছাড়া এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না ভর্তিচ্ছুরা। শুধুমাত্র ২০২০ সালের এইচএসসি/সমমান ও ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এছাড়া আবেদনের যোগ্যতা পূর্বের ন্যায়ই বহাল রাখা হয়েছে। আবেদনকারীদের মানবিক বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ ৩ করে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) জিপিএ ৭.০০, বাণিজ্য বিভাগ থেকে (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ করে ৭.৫০ এবং বিজ্ঞান বিভাগ থেকে (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ করে ৮.০০ পেতে হবে।

এবারও বিভাগ পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। একজন শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী ৩টি ইউনিটেই আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন