ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চরাঞ্চলে সুবিধাবঞ্চিতরা পেলেন কম্পিউটার প্রশিক্ষণ

চরাঞ্চলে সুবিধাবঞ্চিতরা পেলেন কম্পিউটার প্রশিক্ষণ

নাটোরের লালপুরে পদ্মার চরাঞ্চলের সুবিধা বঞ্চিত বেকার নারী-পুরুষদের  কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা আইসিটি ক্লাবের সভাপতি খাজা শামীম ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, গোলাম কাওছার, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু,গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন