স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উদ্বোধনী ম্যাচে পরিসংখ্যান বিভাগের মুখোমুখি হন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ। কারণ লেখাপড়ার জন্য সুস্থ মন অপরিহার্য। আর সুস্থ মনের জন্য খেলাধুলা প্রয়োজন। নিয়মকানুন মেনে সুন্দর খেলা উপহার দিতে হবে। শুধু খেলাধুলা নয়, সফলতার জন্য জীবনের সবক্ষেত্রেই নিয়ম মানতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক আমিনা পারভীন, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।