ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সমন্বিত পাঁচ ব্যাংকের তৃতীয় প্যানেলের ফল প্রকাশের দাবি

সমন্বিত পাঁচ ব্যাংকের তৃতীয় প্যানেলের ফল প্রকাশের দাবি

সমন্বিত পাঁচ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল)-২০১৭ এর তৃতীয় প্যানেল (৪র্থ পর্যায়) এর ফলাফল প্রকাশের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন করে চাকরি প্রত্যাশীরা।

এসময় চাকরি প্রত্যাশীরা বলেন, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের প্রকাশিত পাঁচ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা (সাধারণ) (০৭/০৯/২০১৭ ইং তারিখে জারিকৃত কর্মকর্তা বিজ্ঞপ্তি নং ১২২-২০১৭) ২৫৭৪টি শূন্য পদের বিপরীতে তিন দফায় (মেধা তালিকা ও দুইটি প্যানেল) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের দেওয়া তথ্য মতে আমরা যতদূর জানতে পেরেছি যে, মেধা তালিকা ও দুইটি প্যানেল দেওয়ার পরও প্রায় ৪০০টির মত পদ এখনো শূন্য রয়েছে। সেসব শূন্য পদ পূরণের লক্ষ্যে পাঁচ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান (সোনালী ব্যাংক লি., বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ও বিডিবিএল) ইতিমধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ে তাদের চাহিদা পত্র পাঠিয়েছে। তৃতীয় প্যানেল (৪র্থ পর্যায়) কে নিয়োগ প্রদানে আমাদের দাবিগুলো হচ্ছে কোভিড- ১৯ এর কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত ছিলো। উক্ত নিয়োগে মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী র্প্রাীদের একটি বড় অংশ চাকরিতে আবেদনের বয়সসীমা অতিক্রম করায় নতুন কোনো নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছে না। এ ছাড়া ইতিমধ্যে বিএসসি এবং গর্ভনরের কাছে ৩ দফা  আবেদন জমা দিয়েছি। এছাড়াও গত ১ ও ৯ ফেব্রুয়ারি মানববন্ধন করে গর্ভনর কাছে স্মারকলিপি প্রদান করেছি। তারপরও ইতিবাচক কোনো সাড়া না পেয়ে আমরা আপনাদের শরণাপন্ন হয়ে সহযোগিতা কামনা করছি। তাই চাকরি প্রার্থীদের বয়স ও করোনার বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত তৃতীয় প্যানেলের ফলাফল প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

ইতোপূর্বে, আমাদের সমসাময়িক অফিসার (ক্যাশ) ২৯/০৯/২০২১ তারিখে ৪র্থ পর্যায়ের প্যানেল প্রকাশ করছে। সোনালী ব্যাংক লি. এ মুক্তিযোদ্ধা কোটায় অফিসার (ক্যাশ) ৪র্থ পর্যায়ের ৫ জনের ফলাফল প্রকাশ করা হয় (১৬ ফেব্রুয়ারি, ২০২১)। প্রবাসী কল্যাণ ব্যাংক এক্সিকিউটিভ অফিসার সাধারণ পদে ৫ম পর্যায়ে ১ জনের জন্য ফলাফল প্রকাশ করা হয় (০১ মার্চ, ২০২১)। এছাড়াও আরো অন্যান্য নিয়োগের ৪র্থ ও ৫ম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়। তবে আমাদের অফিসার (জেনারেল) এর প্রায় ৪০০ পদ খালি াকার সাপেক্ষে প্যানেলের নিয়োগের কার্যক্রম অগ্রসর হচ্ছে না। এমতাবস্থায়, উপযুক্ত কারণ সমূহ বিবেচনা পূর্বক শূণ্য পদ থাকা সাপেক্ষে তৃতীয় প্যানেল (র্৪ পর্যায়) এর ফলাফল প্রকাশ করতে আপনাদের সহায়তা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন