ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এ মাসেই মাধ্যমিকে পুরোদমে পাঠদান শুরু হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় মাধ্যমিক স্তরের শ্রেণিকক্ষে পাঠদান এই মাসের মাঝামাঝি সময় থেকে পুরোদমে শুরু হবে। গতকাল শুক্রবার ইন্ডিয়ান হাইকমিশন আয়োজিত ‘স্টাডি ইন ইন্ডিয়া’ এডুকেশন ফেয়ার অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব। আমরা তো ধারাবাহিক মূল্যায়নে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দরকার হলে দেব।

তিনি আরও বলেন, ব্লেন্ডেড লার্নিং বিষয়ে আমরা ন্যাশনাল পলিসি করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর হাতে দেব। তারপর কিভাবে বাস্তবায়ন করা যায় তা করা হবে।

সংক্ষিপ্ত সিলেবাসে মেডিক্যালে ভর্তির বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, সিলেবাস পুনর্বিন্যাস করে মেডিক্যালের ভর্তি পরীক্ষাটা হওয়া উচিত। এ ব্যাপারে বিএমডিসির সঙ্গে কথা বলেছি, আবারও বলব।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন