জাতীয় বাজেটে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তৃতীয়বারের মতো ‘জাতীয় স্বপ্নবাজেট: ২০২২-২৩’ শিরোনামে ‘শতভাগ কর্মসংস্থান সৃষ্টিতে কি ধরনের বাজেট প্রয়োজন’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস ও দৈনিক আনন্দবাজার। আগামী শনিবার, ২৮ মে, বেলা ১১টায় ওয়েবিনাটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের চেয়ারম্যান এবং উন্নয়ন সমন্বয়ের সভাপতি অধ্যাপক ড. আতিউর রহমান।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম (১০০টি অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে কি কার্যক্রম নেয়া দরকার), ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম (উচ্চশিক্ষিতদের শতভাগ কর্মসংস্থান সৃষ্টিতে কি ধরনের রাষ্ট্রীয়কার্যক্রম প্রয়োজন), দৈনিক আনন্দবাজারের বার্তা সম্পাদক নিয়ন মতিয়ুল (চতুর্থ শিল্পবিপ্লবে কর্মসংস্থানে তরুণদের অংশগ্রহণ কীভাবে) ও বাজেট প্রস্তাবনা পেশ করবেন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ। উপস্থাপনায় এনায়েতুল্লাহ কৌশিক ও স্বাগত বক্তব্য রাখবেন জীম মণ্ডল।
অনুষ্ঠানটি দৈনিক আনন্দবাজার এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
আনন্দবাজার/টি এস পি