মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষিপণ্য উৎপাদনের তালিকায় ২১ নম্বরে বাংলাদেশ

কৃষিপণ্য উৎপাদনের তালিকায় ২১তম স্থানে রয়েছে বাংলাদেশ। জনপ্রিয় ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট এর প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইইইউ) এর কৃষিপণ্য উৎপাদনের তালিকায় এই তথ্য উঠে এসেছে। সর্বশেষ ২০১৭ সালের তথ্যের ভিত্তিতে করা হয়েছে এই তালিকা।

উৎপাদনে বাংলাদেশ বর্তমানে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। বছরখানেক আগেও বিপুল পরিমাণে খাদ্যঘাটতি থাকলেও কয়েক বছরের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বর্তমানে কেবল খাদ্যপণ্যেই নয়, কৃষিপণ্য উৎপাদনেও বেশ এগিয়েছি আমরা। তালিকা অনুযায়ী বাংলাদেশের বর্তমান উৎপাদন আর্থিক মূল্যে আসে ৩৩ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩০০ কোটি ডলার।

জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম দেশ। কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশ প্রতিবছরই একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশ এই তালিকায় আরো এগিয়ে যাবে।

কৃষিপণ্য উৎপাদনের তালিকায় শীর্ষে রয়েছে চীন। চীনের উৎপাদিত কৃষিপণ্যের মূল্য আসে প্রায় ৯৬ হাজার ৯০০ কোটি ডলার। এর পরের অবস্থানটি দখল করে আছে ভারত। ভারতের  উৎপাদিত কৃষিপণ্যের মূল্য ১৪ বিলিয়ন ডলার বা ৪১ হাজার ৪০০ কোটি ডলার। তালিকায় এর পরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের উৎপাদিত কৃষিপণ্যের মূল্য ১৮৯ বিলিয়ন ডলার।

এছাড়া শীর্ষ দশে উল্লেখযোগ্য দেশের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া ও ব্রাজিল। তালিকায় বৃহৎ রাষ্ট্র রাশিয়া রয়েছে নবম স্থানে। এশিয়ার দেশ পাকিস্তান কৃষিপণ্য উৎপাদনের তালিকায় সপ্তম স্থানে রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চীনের কারখানায় উৎপাদন মন্দগামী

সংবাদটি শেয়ার করুন