ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম এখনো ১৩০ টাকা। পাইকারিতে এর দাম ১১০ থেকে ১২৬ টাকা। বিক্রেতারা জানান, সকল ধরণের পেঁয়াজে ৫ থেকে ১০ টাকা কমেছে । শুক্রবার (৮ নভেম্বর) কারওয়ানবাজার ও কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।

অন্যদিকে, শ্যামবাজারে বেঁধে দেওয়া দামে পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। শ্যামবাজার বণিক সমিতি পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে। পাইকারি ব্যবসায়ীরা মিয়ানমারের পেঁয়াজ প্রতিকেজি ৮০ থেকে ৮৫ টাকা এবং মিশর, তুরস্ক ও চীনের পেঁয়াজের কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করছেন।

এমনকি কারওয়ানবাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম এখন ১১০ থেকে ১২৬ টাকায় বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ আগে ১৩০ টাকাতেও বিক্রি হচ্ছিল এই পেঁয়াজ। সে হিসেবে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কমেছে অন্তত ৫ টাকা। বাজারে ভারতীয় পেঁয়াজ নেই বললেই চলে। আর মিসরের পেঁয়াজের দাম কমে ৯৫ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ১শ টাকায় বিক্রি হচ্ছে। দুই ধরণের পেঁয়াজেই কেজিতে দাম ৫ থেকে ১০ টাকা কমেছে।

কারওয়ানবাজারের পাইকারি বিক্রেতা আব্দুস সালাম বলেন, পেঁয়াজের দাম কিছুটা কমছে। আগের চেয়ে এখন ৫ থেকে ১০ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এমনকি আরো একজন খুচরা ব্যবসায়ী জানান, বাজারে এখনো নতুন পেঁয়াজ উঠেনি। উঠলে আরও দাম কমবে।

অন্যদিকে, মহাখালীর বউবাজারে দেশি পেঁয়াজ বিক্রি করছে ১৩০ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজও । এই বাজারের আরো একজন বিক্রেতা জানান, খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম কমেছে অন্তত ১০ টাকা। বিজয় স্মরণীর কলমিলতা বাজার ও ফার্মগেট ইন্দিরা রোডের মাহবুব প্লাজার নিচ তলার বাজারটিতেও একই দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন