শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তিন মাস ধরে গাজরের দাম চড়া

রাজধানীর বাজারগুলোতে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করলেও দাম কোনভাবেই কমছে না। আর এতে নাকাল ভোক্তারা। এদিকে বিক্রেতারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার কৃষকের জমির ফলনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই দাম একটু চড়া।

এদিকে গত সপ্তাহে গাজরের দাম কিছুটা কমলেও চলতি সপ্তাহে আবার বেড়েছে। গত সপ্তাহে ৫০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হওয়া গাজরের দাম বেড়ে ৮০ থেকে ১০০ টাকা হয়েছে। এর মাধ্যমে আবারও আগের দামে ফিরে গেল গাজর। গত সপ্তাহ বাদ দিলে তিন মাসের বেশি সময় ধরে গাজরের কেজি এক’শ টাকায় রয়েছে।

গাজরের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো, শিম, উস্তে, বেগুন, বরবটি। গত কয়েক মাসের মতো পাকা টমেটোর কেজি ১২০ থেকে ১৪০ টাকা বিক্রি হচ্ছে।

আজ (৮ নভেম্বর) রবিবার রাজধানীর বিভিন্ন বাজার গিয়ে দেখা যায়, হরেক রকম আগাম শীতকালীন সবজিতে ভরপুর হয়ে আছে বাজার। কিন্তু কোন সবজির দামই হাতের নাগালে নেই। তাই খুচরা বাজারে সবজি কিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।

বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় বাজারে শীতকালীন সবজির আমদানি কম তাই দাম কিছুটা চড়া।

আনন্দবাজার/ইউএসএস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কাল বাড়তে পারে সবজির দাম

সংবাদটি শেয়ার করুন