মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে বৃদ্ধি পেয়েছে ইলিশের সরবরাহ, দাম নাগালে

চাঁদপুরের ইলিশের পাইকারি বাজারে চাহিদার চেয়ে সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে মূল্য এখন নাগালের মধ্যে থাকায় ব্যাপক খুশি ক্রেতারা।

জানা গেছে, চাঁদপুরের সবচেয়ে ব্যস্ত পাইকারি ইলিশের বাজারের বড় স্টেশন মাছঘাট। গতকাল শুক্রবার ভোর থেকেই এই বাজারে বিভিন্ন আকারের ইলিশের সরবরাহ বাড়তে শুরু করেছে। যা এখনও অব্যহত রয়েছে।

ফলে এতে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে বেশ জমজমাট হয়ে উঠেছে পাইকারি বাজারটি। তাই বর্তমানে ক্রেতার দৃষ্টি কাড়তে পুরো বাজারটিতে স্তূপ করে ইলিশ সাজাতে ব্যাপক ব্যস্ত রয়েছে শ্রমিকরা। এমনকি বাদ পড়ছেন না বরফ ব্যবসায়ীরাও।

তবে শুধু চাঁদপুরের পদ্মা বা মেঘনা নদী নয়, আশপাশের জেলার নদীতে ধরা ইলিশ নিয়ে জেলে ও ব্যাপারীরা এখানে ছুটে এসেছেন বিক্রি করার জন্য। ফলে সরবরাহ অনেক বৃদ্ধি পাওয়ায় ইলিশের মূল্যও বর্তমানে ক্রেতার নাগালের মধ্যে চলে এসেছে।

আনন্দবাজার/এইচ এস কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পাইকারিতে চালের দাম বস্তায় বেড়েছে ১০০-৩০০ টাকা

সংবাদটি শেয়ার করুন