ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকারিতে ১০ টাকা কমেছে আলুর দাম

সরকারের নানা পদক্ষেপের পর অবশেষে কমতে শুরু করেছে আলুর দাম। মাত্র তিনদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে আলুর দাম ৮ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। তবে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকায়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আলু ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টরা জানান, মাসের শুরুর দিকে সরবরাহ কম থাকায় হঠাৎ আলুর দাম দ্বিগুণ বেড়ে ৬০ টাকায় ওঠে। পরে আলুর দাম নিয়ন্ত্রণ করতে খুচরা বাজারে সর্বোচ্চ ৩০ টাকা বেঁধে দেয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ। তবে তা এখনও বাস্তবায়ন করতে পারেনি সরকার। সর্বশেষ গত মঙ্গলবার (২০ অক্টোবর) আবারও ব্যবসায়ীদের সঙ্গে বসে খুচরা পর্যায়ে আলুর দাম পুনর্নির্ধারণ করে সরকার। এরপর থেকেই বাজারে আলুর সরবরাহ বাড়তে থাকায় দামও কমতে শুরু করেছে।

রাজধানী কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ী মো. হাফিজ বলেন, আজ বাজারের সবচেয়ে ভালো মানের আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকা করে। এছাড়া মান অনুযায়ী ৩০ থেকে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে সাধারণ মানের আলু। কোল্ডস্টোরেজগুলো এখন আলু ছাড়ছে।

মুগদা কাঁচাবাজারে আসা আবুল বাশার নামের এক ক্রেতা বলেন, প্রতি বছরই এ সময় আলুর দাম একটু বাড়ে কিন্তু ৬০ টাকা জীবনে কখনও দেখিনি, শুনিওনি। গত পরশু খবরে দেখলাম, সরকার আলুর দাম পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ টাকা ঠিক করে দিয়েছে। কিন্তু আজও বাজারে এক কেজি আলু কিনলাম ৪৪ টাকায়।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন