ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোর থেকেই জমজমাট সিরাজগঞ্জের সবজির আড়ত

সিরাজগঞ্জের সবচাইতে বড় পাইকারি সবজির আড়ত ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে । সকল রকমে সবজি সরবরাহ হলেও বাজারে আলু নেই। ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করলে লোকসান হবে তাই সবজিটি বিক্রি বন্ধ করে দিয়েছেন।

ভোর থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উৎপাদিত সকল সবজি নিয়ে পৌর পাইকারি সবজির আড়তে আসেন কৃষকরা। ক্রেতা-বিক্রেতার দরদামে জমজমাট হয়ে উঠে। বিভিন্ন রকমের সবজি এই আড়ত থেকে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যান বিভিন্ন বাজারে। দাম একটু বেশি হলেও এই আড়তে শীতের আগাম সবজিও উঠতে শুরু করেছে।

কিন্তু মঙ্গলবার আড়তের কোনও দোকানেও আলুর দেখা পাওয়া যায়নি। এ বিষয়ে আড়তদাররা বলেন, সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি হলে লোকসান হয়। তাই তারা আলু বিক্রি বন্ধ রেখেছেন। এর ফলে কেনাবেচাও একটু কম বলে জানান ব্যবসায়ীরা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন