ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাবান্ধা বন্দরে স্বাভাবিক আছে পণ্য আমদানি-রপ্তানি

সারাবিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো মরণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ ঠেকাতে ভারত সরকার আগামী একমাসের জন্য পর্যটন ভিসা স্থগিত করে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পঞ্চগড়ের একমাত্র চতুর্দেশীয় বন্দর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়েও শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টার পর থেকে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে। তবে যাত্ত্রী পারাপার বন্ধ হলেও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সব ধরণের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের বন্দর ম্যানেজার মামুন সোবহান জানান, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, করোনাভাইরাসের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশের মত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পর্যটন ভিসা স্থগিত করেছে ভারত সরকার। তবে আমদানি-রপ্তানি বন্ধে এখন পর্যন্ত কোনো নোটিশ করা হয়নি, তাই বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন