সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বস্তি পেঁয়াজ-রসুনের বাজারে

অবশেষে স্বস্তি ফিরেছে পেঁয়াজ ও রসুনের বাজারে। দাম কমে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। অন্যদিকে দেশি রসুন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে দাম কমেনি চায়না থেকে আমদানি করা রসুনের। প্রতি কেজি চায়না রসুন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।

দেশি পেঁয়াজের দাম কমলেও কমেনি দেশের বাইরে থেকে আমদানি করা পেঁয়াজের দাম। গত সপ্তাহের চেয়ে কিছুটা দাম কমে বার্মিজ পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি, চায়না পেঁয়াজ ৫০ টাকা কেজি এবং পাকিস্তানি পেঁয়াজ ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

কারওয়ানবাজারের পেঁয়াজ ব্যবসায়ী জানান, দেশি রসুনের দাম অনেক কমেছে। বলা চলে প্রতিদিনই দাম কমছে। তবে চায়না রসুনের দাম খুব বেশি কমেনি। নতুন রসুন উঠেছে মূলত এ কারণে রসুনের দাম কমেছে।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রোজার শুরুতেই ফলের বাজারে আগুন

সংবাদটি শেয়ার করুন