ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দোলের পর হিলিতে আমদানি-রফতানি শুরু

একদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

গতকাল মঙ্গলবার (৯ মার্চ) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম আনন্দের দোলযাত্রা উৎসব উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত নেন ভারতীয় ব্যবসায়ীরা।

তবে আজ সকাল থেকেই স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে, স্বাভাবিক কর্মব্যস্ততার ভেতর দিন পার করছেন শ্রমিকরা।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতীয় বিভিন্ন পণ্যসহ প্রায় দুই শতাধিক ট্রাক বন্দরে প্রবেশ করে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন