ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জমে উঠেছে যশোরের গদখালি ফুলের বাজার

ফেব্রুয়ারি মাসের তিন উৎসবকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে গদখালির ফুলবাজার। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে সারাবছরই ফুল বেচাকেনা হলেও মূলত বসন্তবরণ উৎসব, ভ্যালেন্টাইনস ডে এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখেই জমজমাট হয়ে ওঠে ফুলের এই বাজার।

প্রতিদিন সূর্য ওঠার অনেক আগেই চাষি, পাইকার, মজুরের হাঁক ডাকে জমে উঠে ফুলের রাজ্য হিসেবে পরিচিত গদখালীর এই বাজার। দূরদূরান্ত থেকে ফুল কিনতে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আসেন এই বাজারে। সকাল সকালই এখান থেকে ফুল পাঠানো হয় দেশের বিভিন্ন এলাকায়।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি গদখালীর ফুলচাষি আব্দুর রহিম জানান, ঘূর্নিঝড় বুলবুলের ক্ষতি কাটিয়ে ওঠার পর আবহাওয়া অনূকুলে থাকায় এ বছর উৎপাদন ভালো হয়েছে। তাই ফুল বিক্রি ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গদখালীর এই বাজারে গত মৌসুমে ২৫০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল বলে জানান রহিম।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, গদখালী এলাকায় এ বছর ৬২৫ হেক্টর জমিতে সাড়ে ছয় হাজার চাষি ফুল চাষ করেছেন। ২৭২ হেক্টর জমিতে গ্লাডিওলাস, ১৬৫ হেক্টর জমিতে রজনীগন্ধা, ১০৫ হেক্টর জমিতে গোলাপ, ৫৫ হেক্টর জমিতে গাঁদা, ২২ হেক্টর জমিতে জারবেরা এবং অন্যান্য ফুল চাষ করা হয়েছে প্রায় ৬ হেক্টর জমিতে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন