ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশ আগে দেশের মানুষ পাবে, পরে রপ্তানি: উপদেষ্টা ফরিদা আখতার

মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে।

রবিবার (১১ আগস্ট) নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দেশে সিন্ডিকেট-চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে বাজারে পণ্যের দাম বাড়ানো হয়। এই সিন্ডিকেট ভাঙতে হবে। পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে। এছাড়া উৎপাদন থেকে শুরু করে ধাপে ধাপে চাঁদাবাজির মাধ্যমে পণ্যের দাম বেড়ে যায়। এখানে আমাদের সিন্ডিকেটের হাত ভাঙতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজাল মুক্ত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন