বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে ৩৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি

ভারতে ৩৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি

ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ইলিশ রপ্তানির অনুমতি দেয়।

চিঠিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে এসব প্রতিষ্ঠানকে তাদের নামের নির্ধারিত পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হলো।

মোট ৭৯টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। তাদের প্রত্যেককে ৫০ টন করে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে তারা।

তবে প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি করতে প্রতিষ্ঠানগুলোকে মানতে হবে কয়েকটি শর্ত।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো—শুল্ক কর্তৃপক্ষ রপ্তানির অনুমতিপ্রাপ্ত পণ্যের কায়িক পরীক্ষা করবে, প্রতিটি চালান জাহাজীকরণ শেষে রপ্তানির সব কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয় পাঠাতে হবে, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না, অনুমতিপত্র কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাবকন্ট্রাকটিংয়ের মাধ্যমে ইলিশ রপ্তানি করা যাবে না।

তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের বিধি-নিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে বলেও জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন