বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চাল ও গম আমদানির সিদ্ধান্ত সরকারের

চাল ও গম আমদানির সিদ্ধান্ত সরকারের

জি টু জি (দুই দেশের সরকারের মধ্যে চুক্তি) ভিত্তিতে এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পাঁচ লাখ মেট্রিক টন চাল এবং ছয় লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতরকে জি টু জি ভিত্তিতে চাল ও গম কেনার এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল ও গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

তিনি আরও জানান, চাল ও গম আমদানির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ১৫ দিনের মধ্যে দরপত্র দাখিল করতে হবে। আগে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের ৪২ দিনের মধ্যে দরপত্র দাখিলের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এখন সিদ্ধান্ত মোতাবেক নতুন নিয়ম অনুযায়ী ৪২ দিনের পরিবর্তে ১৫ দিনে দরপত্র জমা দিতে হবে।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ইটভাটায় পুড়ছে কাঠ

সংবাদটি শেয়ার করুন