ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের বাজার তদারকিতে জোর দিচ্ছে সরকার

চলছে পেঁয়াজের ভরা মৌসুম। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে দেশি নতুন পেঁয়াজ। এর পাশাপাশি আমদানিকৃত পেঁয়াজ দেশে ঢুকছে প্রতিদিনই। সেকারণেই দেশি ও আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক আছে। এহেন পরিস্থিতিতে খুচরা বাজারে পেঁয়াজের সরবরাহ এবং মুল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকিতে জোরদার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত সোমবার (৬জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় সরকারের এই সিদ্ধান্তের কথা জানায় সাংবাদিকদের।

বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও মুল্য বৃদ্ধির বিশেষ কারণ দেখছিনা। সেকারণেই বাজার মনিটরিংএ জোর দেওয়া হচ্ছে। দেশব্যাপী প্রতিটি জেলায় এই বিষয়ে অভিযান জোরদার করতে ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভাগীয় ও জেলা পর্যায়ে  প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানানো হয়।

ব্যবসায়ীদের যেকোনো পণ্যের আমদানি মূল্যের চালান রশিদ সংরক্ষণ এবং তার পাশাপাশি বিক্রয় মূল্যের তালিকা দোকানের সামনে টানিয়ে রাখতে অনুরোধ জানিয়েছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় আরও জানানো হয়েছে, ব্যবসায়ীদের অযথা হয়রান করা হবেনা তবে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে , পেঁয়াজ বাজারের এই পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এবং রাজধানীসহ সারা দেশব্যাপী ২শ’ ট্রাক সেলের মাধ্যমে ৩৫ টাকা দরে পেঁয়াজের বিক্রি চালু রেখেছে। বাজারে যতদিন চাহিদা থাকবে ততদিন এই বিক্রি অব্যাহত থাকবে।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন