শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পোকার উপদ্রবে ভারতে তুলা উৎপাদন হ্রাস

ভারতের অন্যতম তুলা উৎপাদন রাজ্য গুজরাট। এ মৌসুমে পোকার উপদ্রব বেড়ে যাওয়ায় তুলার উৎপাদন কমে যেতে পারে এ রাজ্যে। তবে মহারাষ্ট্র, তেলেঙ্গানাসহ অন্যান্য রাজ্যে এবার উৎপাদনে প্রবৃদ্ধি আসতে পারে।

চলতি মৌসুমে সর্বমোট ভারতের তুলা উৎপাদন ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার বেল (প্রতি বেলে ১৭০ কেজি) হতে পারে বলে জানিয়েছে কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএআই)। প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ প্রাক্কলন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস লাইন ও বিজনেস স্ট্যান্ডার্ড।

ভারতে প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তুলা উৎপাদন মৌসুম চলে। সিএআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এ মৌসুমে গুজরাট রাজ্যে ভারি বৃষ্টিপাত ও মথের উপদ্রবের কারণে উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে যেতে পারে।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, আগের প্রাক্কলনের তুলনায় এ সময়ে উৎপাদন চার লাখ বেল কমে ৯৬ লাখ বেলে দাঁড়াতে পারে। গুজরাটের মতো উৎপাদন কমে যেতে পারে পাঞ্জাব ও রাজস্থানেও।

সিএআইয়ের সভাপতি অতুল গনাত্রা বলেন, ভারি বৃষ্টিপাত ও পোকার উপদ্রবের কারণে গুজরাটে এবার তুলা আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এ রাজ্যের প্রায় ১০ শতাংশ কৃষক গাছ উপড়ে অন্যান্য লাভজনক ফসল চাষ করেছেন।

এদিকে আন্তর্জাতিক বাজারে তুলার চাহিদা এখন স্থিতিশীল রয়েছে। যার ফলে চাপের মধ্যে রয়েছে তুলার বাজার। এ অবস্থায় ভারতীয় তুলা আন্তর্জাতিক বাজারে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

 

 

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  ৬৫ শতাংশ কমেছে আকরিক লোহার দাম

সংবাদটি শেয়ার করুন