মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য সচেতনায় হকের নতুন বিস্কুট

সবার জন্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে মানুষ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য নতুন বিস্কুট বাজারে এনেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এ.টি. হক লিমিটেড। নোনতা স্বাদের নতুন এ বিস্কুটের নাম ‘মি. কুকি লাইট’।

আজ সোমবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে পণ্যটির মোড়ক উন্মোচন করে কোম্পানিটি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নতুন পণ্যটির গুণগত দিক ভোক্তাদের সামনে তুলে ধরেন এ. টি. হক লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী তৌহিদুজ্জামান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ‘মি. কুকি’ বাংলাদেশসহ বিভিন্ন দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে চলে আসছে। এখন আমরা নতুন করে ‘মি. কুকি লাইট’ এনেছি। যা ইতিমধ্যেই বাজারে জনপ্রিয়তা পাওয়া শুরু করেছে।

কাজী তৌহিদুজ্জামান আরও জানান, যারা চিনির জন্য মি. কুকি ভালোবাসলেও খেতে পারেন না, তাদের জন্য আমরা নোনতা স্বাদের অসাধারণ কম্বিনেশনে তৈরী ‘মি. কুকি লাইট’ বাজারে এনেছি। এই বিস্কুটে কোনো চিনি নেই, একেবারে ভিন্ন স্বাদে বিস্কুটটি তৈরি করা হয়েছে। ক্রেতারা এই বিস্কুট কিনে ঠকবেন না বলে আমি আশাবাদী।

বর্তমানে কোম্পানিটি প্রাথমিকভাবে বিস্কুটটি ৮০ গ্রাম ওজনে ১৫ টাকা মূল্যে স্ট্যান্ডার্ড প্যাকেট এবং ২৫০ গ্রাম ওজনে ৫০ টাকা মূল্যে ফ্যামিলি প্যাকেট বাজারজাত করছে।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সবজির বাজারে স্বস্তি

সংবাদটি শেয়ার করুন