শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে শুরু সশস্ত্র বাহিনী কর মেলা

সশস্ত্র বাহিনী আয়কর মেলা-২০১৯’ শুরু হচ্ছে আজ ২৬ নভেম্বর (মঙ্গলবার)। উন্নততর কর রাজস্ব সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগ ও কর অঞ্চল-৯ এর যৌথ উদ্যেগে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল এম লোকমানুর রহমান, এনজিপি, এনডিইউ, পিএসসি।

উল্লেখ্য, এনবিআরের উদ্যোগে সারাদেশে গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৬১৩ কোটি টাকার কর রাজস্ব আয় হয়েছে।

মেলায় ১৮ লাখ ৬৩ হাজার ৩৮৭ জন সেবাগ্রহণকারী সেবা নিয়েছেন এবং আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৫ হাজার ৯৫। এর পাশাপাশি এবারের মেলায় নতুন ইটিআইএন নিবন্ধন হয়েছে ৩২ হাজার ৯৬১টি।

আনন্দবাজার/একে

আরও পড়ুনঃ  রাজশাহীতে এক বছরে করদাতা বেড়েছে ৮৬ হাজার ৪৬১ জন

সংবাদটি শেয়ার করুন