মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

৩ বছরে মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এপ্রিলে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে রেমিটেন্স কমে গেছে বাংলাদেশের। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী ২০২০ সালের এপ্রিল মাসে প্রবাসীরা ১০৪ কোটি ১০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এটি ছিল গত তিনবছরে সর্বনিম্ন।

এদিকে, ২০১৯ সালের এপ্রিলে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন ১৪৩ কোটি ৪৩ লাখ ডলার। সে হিসেব অনুযায়ী গত বছরের এপ্রিলের তুলনায় এই বছরের এপ্রিলে প্রায় ৪০ কোটি ডলার কম এসেছে।

তুলনামূলক ভাবে গত মার্চ মাসের তুলনায় রেমিটেন্স কমেছে ২৪ কোটি ডলার। গেল মার্চ মাসে প্রবাসীরা ১২৮ কোটি ৬০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তথ্য জানিয়েছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে আয় কমলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধি না পাবার কারণে রোববার (৩ মে) পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১১ বিলিয়ন ডলার।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করসহ রিটার্ন দাখিলে বাধ্য কর‌া হবে : এনবিআর চেয়ারম্যান

সংবাদটি শেয়ার করুন