মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আয়কর রিটার্ন জমা দেননি অর্ধেকের বেশি করদাতা

বর্তমানে দেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (ই-টিআইএন) সংখ্যা ৪৬ লাখের বেশি। সব ই-টিআইএনধারীরই প্রতি বছর তাদের আয় ও ব্যয়ের হিসাব বা আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এর মধ্যে যাদের করযোগ্য আয় আছে, তাদেরকেই কেবল আয়কর জমা দিতে হয়।

গত ১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ছিল। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের প্রাথমিক হিসাবে দেখা গেছে, রিটার্ন দাখিলকারীর সংখ্যা ২২ লাখেরও কম। অর্থাৎ, ই-টিআইএনধারীর মধ্যে অর্ধেকও তাদের আয়কর বিবরণী জমা দেয়নি।

এনবিআর সূত্র জানায়, করদাতাদের অনেকেই নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিতে পারায় পরে জমা দেবেন বলে সময় বাড়ানোর আবেদন জানিয়েছেন। এই সংখ্যা লক্ষাধিক। তাদের সম্ভাব্য রিটার্ন দাখিলকারী হিসাব করেই মূল সংখ্যা প্রায় ২২ লাখে দাঁড়িয়েছে। অন্যদিকে গত বছর ২২ লাখ বলা হলেও এই সংখ্যা আসলে ২০ লাখের মতো ছিল। সেই হিসাবে এবার রিটার্ন দাখিলকারী বেড়েছে।

সূত্র আরও জানায়, গত বছর আয়কর দিবস পর্যন্ত রিটার্ন দাখিলের বিপরীতে কর আদায় হয়েছিল ২১ হাজার ৯২০ কোটি টাকা। আর এবা আদায় হয়েছে ২৪ হাজার ৮৩৬ কোটি টাকা। কর আদায় বেড়েছে ১৩ শতাংশ। অবশ্য এনবিআর আশা করছে, আগামী কয়েক মাসের মধ্যে রিটার্ন দাখিল ২৩ লাখ হতে পারে।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন অবিবাহিত পুরুষরা

সংবাদটি শেয়ার করুন