ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষিঋণ দেয়নি ছয় ব্যাংক

করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙ্গা করতে কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু ব্যাংকগুলোর আগ্রহ তেমন দেখা যাচ্ছে না। এ খাতে সরকারি-বেসরকারি খাতের ছয় ব্যাংক গত পাঁচ মাসে কোনো ঋণই বিতরণ করেনি। যদিও বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো তাদের জন্য বরাদ্দকৃত ঋণের প্রায় পুরোটাই পেয়েছে। কৃষিঋণ বিতরণ কম হওয়ায় বাংলাদেশ ব্যাংক সম্প্রতি প্রণোদনার এ ঋণ বিতরণের সময় আরও তিন মাস বাড়িয়ে দিয়েছে। ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষিঋণ বিতরণ করতে পারবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, কৃষি খাতের উন্নয়নে কম সুদে প্রণোদনার ঋণ পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই। তাই ব্যাংকগুলোকে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। আশা করছি, বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রণোদনার কৃষি ঋণ বিতরণ শেষ হবে।

করোনার সংক্রমণ ঠেকাতে গত ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দেন। এরপর কেন্দ্রীয় ব্যাংক তহবিলটি গঠন করে। পরে এ তহবিলসহ সব কৃষিঋণে কৃষকদের জন্য সুদহার ৯ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে নামিয়ে আনা হয়। বাকি ৫ শতাংশ সুদ সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক ৩০ সেপ্টেম্বরের মধ্যে কৃষি খাতের তহবিল থেকে ঋণ বিতরণের নির্দেশ দেয়। ঋণ বিতরণের বেঁধে দেওয়া সময় ফুরিয়ে এলেও এখন পর্যন্ত ব্যাংকগুলো এ তহবিল থেকে ১ হাজার ১১৪ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। আর বিতরণ করা ঋণ পেয়েছেন ৪৬ হাজার ৮১৫ জন কৃষক। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন