ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন কোটি ডলার পর্যন্ত ঋণ পাচ্ছে পোশাক মালিকরা

করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল থেকে তিন কোটি ডলার পর্যন্ত ঋণ পাবেন পোশাক কারখানার মালিকরা। রবিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের  এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এখন থেকে  বাংলাদেশ ব্যাংকের ইডিএফ মাধ্যমে তিন কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সদস্যরা।

সার্কুলারে বলা হয়েছে, ইডিএফ ফান্ড থেকে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা ২৫ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার উন্নীত করা হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন তৈরি পোশাক কারখানার মালিকরা।

এর আগে করোনার কারণে ইডিএফ ফান্ডের আকার ও সুদহারে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। যেখানে ইডিএফের আকার ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। পাশাপাশি কমানো হয়েছে সুদের হার।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন