মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিদিন চালু থাকবে সঞ্চয় অধিদফতরের অফিস

করোনায়র প্রভাবে সাধারণ ছুটি শুরুর পর থেকেই নতুন করে কেউ আর সঞ্চয়পত্র কিনতে পারছেন না। এছাড়া মেয়াদ পূর্ণ হয়ে গেলেও মুনাফা উত্তোলন কিংবা পুনঃবিনিয়োগও করতে পারছেন না। এতে করে সমস্যায় পড়েছেন অনেক গ্রাহক। এসব সমস্যা সমাধান করতেই প্রতিদিনই চালু রাখা হবে সঞ্চয় অধিদফতরের সব অফিস।

গত সপ্তাহ থেকে সীমিত আকারে মুনাফা ও আসল উত্তোলনের পাশাপাশি পুনঃবিনিয়োগ ও নতুন সঞ্চয়পত্র কেনার সুযোগ থাকলেও এবার তা পুরোদমে পাওয়া যাবে। সাধারণ ছুটির মধ্যেও সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সঞ্চয় অধিদফতরের অধীন সব অফিস খোলা থাকবে। গত ৩০ এপ্রিল এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে জাতীয় সঞ্চয় অধিদফতর।

এর আগে গত ২৩ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় সঞ্চয় অধিদফতরের সব অফিস খোলা রাখার কথা বলেছিল জাতীয় সঞ্চয় অধিদফতর। তবে পরবর্তীতে ওই আদেশ বাতিল করে প্রতিদিন খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে সঞ্চয় অধিদফতরে প্রজ্ঞাপনে বলা হয়, সঞ্চয় অধিদফতরের সব জেলা সঞ্চয় অফিস ও ব্যুরো খোলা থাকবে। অফিস চলাকালে সঞ্চয়পত্র রিলেটেড অফলাইন-অনলাইন সব ধরনের কার্যক্রম চলবে।

আনন্দবাজার/রনি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ২২ দিনে প্রবাসী আয় এলো ১৭ হাজার কোটি টাকা

সংবাদটি শেয়ার করুন