মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী বন্ডের লেনদেন চালুর নির্দেশ

করোনা প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতেও ব্যাংকিং ব্যবস্থার আওতায় প্রবাসীদের সঞ্চয় বন্ড বা এনআরবি বন্ডের বিক্রি চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে পুনর্বিনিয়েগসহ সব ধরনের লেনদেন চালু রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতদিন সাধারণ ছুটির মধ্যেও ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের নগদায়ন এবং কুপন প্রদান সংক্রান্ত সেবা চালু ছিল। এখন থেকে বিক্রয়, পুনর্বিনিয়োগ, নগদায়ন ও কুপন প্রদানসহ অন্যান্য সব সেবা চালু করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে প্রবাসীদের বিনিয়োগ এবং সার্বিক সহযোগিতার লক্ষ্যে এনআরবি সমূহের যাবতীয় লেনদেন কার্যক্রম চালু থাকবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বন্ড নীতিমালার ধারা সমূহ যথাযথভাবে পরিপালনের জন্য পরামর্শ দেওয়া হলো।

 

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সিঙ্গেল ডিজিট সুদহার এই মাসেই চান ব্যবসায়ীরা

সংবাদটি শেয়ার করুন