ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আমানতকারীদের সুরক্ষায় নতুন আইন করছে সরকার

সম্প্রতি আমানতকারীদের সুরক্ষায় নতুন ব্যাংকিং আইন করেছে সরকার। ব্যাংক আমানত বীমা আইন আওতায় আমানত সুরক্ষা আইন নামে নতুন আইনটি গঠন করা হয়েছে।

সরকার নতুন আইনটির অনুমোদনের ব্যাপারে অভিমত চেয়ে পনের কর্মদিবস এর সময় দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ জানান, এই আইনটি যারা ক্ষুদ্র আমানতকারী আছেন তাদের জন্যই বেশি উপকার হবে।

তিনি আরও বলেন, এই আইন থেকে লাভবান হবেন ক্ষুদ্র আমানতকারীরা । যদি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হয়েও যায়, তাতে যেন তারা কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে কারনেই তাদেরকে সহযোগিতা করার জন্য ইন্সুরেন্স তহবিল থেকে আইনটি করা হচ্ছে ।

আরও পড়ুন : মিনি সিঙ্গাপুর হবে মাতারবাড়ি

তবে আগে যে আইনটি ছিল তাতে কোন ব্যাংক অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু নতুন আইনটিতে ব্যাংক তো থাকবেই এর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হয়েছ। তবে নতুন  আইন চূড়ান্ত হয়ে পাশ হলে এর আওতায় আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল গঠন করা হবে।

আনন্দবাজার/ এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন