বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বেসিক ব্যাংকের বাচ্চু ও তাঁর পরিবারের ১৩৮ কাঠা জমি ক্রোকের নির্দেশ

বেসিক ব্যাংকের বাচ্চু ও তাঁর পরিবারের ১৩৮ কাঠা জমি ক্রোকের নির্দেশ

বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ও তাঁর পরিবারের চার সদস্যের ১৩৮ কাঠা জমি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এই নির্দেশ দেন।

পরিবারের অন্য সদস্যরা হলেন বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, ভাই শেখ শাহরিয়ার পান্না, ছেলে শেখ সাবিদ হাই অনিক ও মেয়ে শেখ রাফা হাই।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা দায়ের করা একটি মামলায় আবদুল হাইসহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৩৮ কাঠা জমি ক্রোকের নির্দেশনা চেয়ে আবেদন করেন। ওই আবেদন শুনানি শেষে আদালত ক্রোকের নির্দেশ দেন। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, বাচ্চু ও তাঁর পরিবারের সদস্যদের নামে ১৩৮ কাঠা জমি রয়েছে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায়। ওই জমির মূল্য ২৭৬ কোটি টাকা প্রায়। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, আবদুল হাই বাচ্চু এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির বেশ কিছু মামলা রয়েছে। ওই মামলা থাকা অবস্থায় তাঁদের নামীয় বসুন্ধরা আবাসিক এলাকার জমি সম্প্রতি বিক্রির চেষ্টা করছেন বলে জানা গেছে। ওই সম্পত্তি যাতে বিক্রি করতে না পারেন, সে কারণে ক্রোক করা দরকার।

আদালত আদেশের কপি জেলা প্রশাসক ও ঢাকা জেলা রেজিস্টারকে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের বলা হয়েছে।

এছাড়াও দুর্নীতি দমন কমিশন আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে গত ১২ জুন একসঙ্গে ৫৯টি মামলার অভিযোগপত্র দাখিল করে। এরপরে আরও কয়েকটি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শুল্কের খবরে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

সংবাদটি শেয়ার করুন