ইউনিয়ন ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এই উপলক্ষে মঙ্গলবার ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।
এ উপলক্ষে বিভিন্ন এতিমখানা, অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপন, শোক সমাবেশ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা ও নির্বাহীরা। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।