বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাশিয়ান ব্যাংক শাখা খুলছে বাংলাদেশে !

আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের জন্য রাশিয়ান ব্যবসায়ীরা এশিয়া অঞ্চলের দিকে নজর দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করা গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা প্রদানের সম্ভাব্যতা খতিয়ে দেখছে রাশিয়ার এসবারব্যাংক।

আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের জন্য রাশিয়ান ব্যবসায়ীরা এশিয়া অঞ্চলের দিকে নজর দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করা গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা প্রদানের সম্ভাব্যতা খতিয়ে দেখছে রাশিয়ার এসবারব্যাংক।

বাংলাদেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, রাশিয়ান ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলে নজর দিচ্ছে। ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন রাশিয়ান গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছে এসবারব্যাংক।

এরই মধ্যে বাংলাদেশে শাখা স্থাপনের বিষয়ে রাশিয়ার ব্যাংকটির প্রতিনিধিরা ঢাকা ঘুরে গেছেন। তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন। সব মিলিয়ে দুই দফা বৈঠক হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর পশ্চিমা নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হয়েছিল এসবারব্যাংক। গত মাসে এটি তাদের অস্ট্রিয়ান সাবসিডিয়ারি বিক্রি করে দিয়ে ইউরোপের বাজার থেকে নিজেদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছে।

অনেক রাশিয়ান কোম্পানির মতো নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজার মতো এসবারব্যাংকও এশিয়ার দিকে ঝুঁকছে। এশিয়ায় অল্প কিছু দেশ মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সায় দিয়েছে।

এসবারব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেন, ‘বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছেন; এমন রাশিয়ান গ্রাহকদের অনুরোধে এসবারব্যাংক ব্যাংকিং সেবা দেয়ার সম্ভাবনাগুলো খুঁজে দেখছে।’

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সুখবর

সংবাদটি শেয়ার করুন