ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এক অংকের সুদ হার বাস্তবায়নে সরকার কঠোর : অর্থমন্ত্রী

অবশেষে ব্যাংক ঋণের সুদের বিষয়ে কঠোর হওয়ার কথা জানিয়ে দিয়েছে সরকার । এ ব্যপারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার ৯ শতাংশ ও আমানতের সুদ ৬ শতাংশ বাস্তবায়নে সরকার এবার কঠোর অবস্থানে আছেন ।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলোকে আগামী এপ্রিল মাসের মধ্যে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে আসতে হবে। আমাদের যেকোনো কারণেই হোক ডিপোজিটে বেশি সুদ দেওয়া হয়ে থাকে। এটা আর সইতে পারছিনা । আর এই কারণেই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

বুধবার (০১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে একটি প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকাররা যদি ৬ শতাংশ সুদে ডিপোজিট পান তাহলে ৯ শতাংশে ঋণ দিতে পারবে না কোনো? আগে করেননি, সেজন্য সরকার এবার অনেক বেশি স্ট্রিক্ট (কঠোর)। আগে তাদের (ব্যাংকগুলোর) উপর ছেড়ে দেওয়া হয়েছিলো, কেউ কেউ বাস্তবায়ন করেছে, কেউ কেউ করেনি। কিছু পেতে হলে কিছু দিতে হবে। সুতরাং এবার আমরা বলছি অপেক্ষা করবো সাতদিন, তবুও এবার আমরা বাস্তবায়ন করবো।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন