পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের (জিপি) পরিচালনা পর্ষদ ২০২১ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল। এই হিসাবে ২০২১ সালে কোম্পানিটি মোট ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিলো। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি। অর্থাৎ ওইদিন যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই চূড়ান্ত লভ্যাংশ পাবেন।
২০২১ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ দশমিক ২৮ টাকা। যা আগের বছরে ছিল ২৭ দশমিক ৫৪ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯৪ টাকা। যা আগের বছরে ছিল ৩৮ দশমিক ৫৯ টাকা।
আনন্দবাজার/শহক