সেচ প্রকল্প আধুনিকায়নের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধিম মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারকে ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ১৩.৫ মিরিয়ন ডলার বা ১১৪ কোটি ৭৫ টাকা ঋণ দিচ্ছে এডিবি। ইরিগেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পে এ ঋণ দেয়া হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার অর্থনীতি সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির আবাসন মিশনের এডিমন গিনটিং এ ঋণচুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রকল্প পরিচালক রাফিউস সাজ্জাদ এ সময় উপস্থিত ছিলেন। আর্থনীতি সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: ওয়ালীউল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মুহুরী সেচ প্রকল্পের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জীবন মান উন্নয়নের জন্য এ প্রকল্প নেয়া হয়। প্রকল্পের আওতায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প এবং তিস্তা সেচ প্রকল্পের মতো উন্নয়নের জন্য বিস্তারিত সমীক্ষা পরিচালনা করা হবে। বার্ষিক সুদের হার ২ শতাংশ ধরা হয়েছে। গ্রেস পিরিয়ড সহ ঋণের মেয়াদ থাকবে ২৫ বছর।
প্রকল্পটি ২০১৪ সালে গ্রহণ করা হয়েছিল। তখন ঋণের পরিমাণ ছিল ৪৬ মিলিয়ন ডলার বা ৩৯১ কোটি টাকা। কাজের পরিধি বাড়ায় অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৩.৫ মিলিয়ন ডলার অর্থায়ন করা হচ্ছে। প্রকল্পেটিতে মোট ৫৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যেখানে সরকারের পক্ষ থেকে ব্যয় ধরা হয়েছিল ১০৪ কোটি টাকা।
উল্লেখ্য, এডিবি এ পর্যন্ত বিভিন্ন প্রকল্পে সরকারকে ২৬.৭৭ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা প্রদান করেছে। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহণ, শিক্ষা, কৃষি এবং প্রাইভেট সেক্টরে সহায়তা দিয়ে যাচ্ছে এডিবি।
আনন্দবাজার/এম.আর