ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুই নিয়ন্ত্রক সংস্থার দ্বন্দ্বে সূচকে মন্দা

দুই নিয়ন্ত্রক সংস্থার দ্বন্দ্বে সূচকে মন্দা

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অমিমাংসিত দ্বন্দ্বের জেরে বুধবার পুঁজিবাজারে লেনদেনে বড় পতন ঘটেছে। শেয়ার বিক্রয়ের চাপে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। পতনের কারণে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টের ঘর থেকে নিচে নেমে এসছে।

ডিএসই সূত্রমতে, এদিন ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবস গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৯৭টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত ২০টির দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৫২ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ২৫ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৬২১ দশমিক শূন্য ৪ পয়েন্টে ও ১ হাজার ৪৬৭ দশমিক শূন্য ৬ পয়েন্টে।

টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, একটিভ ফাইন।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ৫৩ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৯টির কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ১৮৪টির এবং পরিবর্তন হয়নি ২৩টির কোম্পানির।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২২৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫৯ দশমিক ৪০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২৪ দশমিক ৩৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯৯ দশমিক ৪৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৫৩ দশমিক ৯৭ পয়েন্ট ও সিএসআই সূচক ১১ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৩৪ দশমিক ৮২ পয়েন্টে, ১৪ হাজার ৩১১ দশমিক ১৭ পয়েন্টে, ১২ হাজার ২৩৩ দশমিক ৩৮ পয়েন্টে ও ১ হাজার ২৫৫ দশমিক ৪৭ পয়েন্টে।

সংবাদটি শেয়ার করুন