ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সূচক ও লেনদেন নিম্নগামী

আগের দুই সপ্তাহের ন্যায় চলতি সপ্তাহেও পতন শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। তবে সপ্তাহের প্রথম কার্যদিবসের তুলনায় আজ দ্বিতীয় কার্যদিবসে (সোমবার) পতনের চাপ কিছুটা কমেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬২ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক কমেছিল ১৫ পয়েন্ট।

সূচকের পাশাপাশি লেনদেনেও বড় ধরনের স্থবিরতা দেখা গেছে। এদিন ডিএসইতে মোট ৩০৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩৮৫ কোটি ৯ লাখ টাকার তুলনায় ৭৫ কোটি ১২ লাখ টাকা বা প্রায় ২০ শতাংশ কম। লেনদেনের এই সংকোচন বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানকেই প্রতিফলিত করছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪২টির, যা মোট লেনদেনের ৩৬ দশমিক ৪১ শতাংশ। বিপরীতে দর কমেছে ১৫৫টির বা ৩৯ দশমিক ৭৪ শতাংশের, আর ৯৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল, যা ২৩ দশমিক ৮৫ শতাংশ।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ একই রকম নেতিবাচক চিত্র দেখা গেছে। এদিন সিএসইতে মোট ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৭ পয়েন্টে। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৭৮ লাখ টাকা এবং সেদিন সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট বেড়েছিল।

সংবাদটি শেয়ার করুন