ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মুনাফা না হলে বোনাস নয়: বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি নির্দেশনা

ব্যাংকগুলো ভবিষ্যতে আর্থিক লোকসান বা মূলধন ঘাটতিতে থাকলে কর্মকর্তা–কর্মচারীদের কোনো ধরনের উৎসাহ বোনাস দিতে পারবে না। কেবল আসল আয় ও ব্যয়ের ভিত্তিতে অর্জিত মুনাফা থেকেই এ ধরনের বোনাস প্রদান করা যাবে বলে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ নির্দেশনা জারি করে জানায়, খাতটির সার্বিক সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ব্যাংকের প্রকৃত আয়–ব্যয়ের ভিত্তিতে যে মুনাফা অর্জিত হবে, শুধুমাত্র সেখান থেকেই বোনাস প্রদান করতে হবে। পুঞ্জিভূত মুনাফা বা অতিরিক্ত সঞ্চিতি থেকে কোনো অবস্থাতেই বোনাস দেওয়া যাবে না। একই সঙ্গে, মূলধন বা সঞ্চিতিতে ঘাটতি থাকলে বোনাস দেওয়ার সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া, ব্যাংকের সামগ্রিক ব্যাংকিং সূচক উন্নতির ধারা এবং খেলাপি ঋণ পুনরুদ্ধারে অগ্রগতি থাকাও বোনাস প্রদানে বিবেচ্য হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য আলাদাভাবে ২০২৫ সালের ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের উৎসাহ বোনাস নির্দেশিকা’ অনুসরণ করার কথা উল্লেখ করা হয়েছে।

সরকার প্রদত্ত ওই নির্দেশিকায় বলা হয়, পরিচালন মুনাফা নির্ধারণে অবশ্যই প্রভিশন বাদ দিয়ে নিট মুনাফাকেই ধরা হবে। অর্থাৎ ঋণ, অগ্রিম ও বিনিয়োগের মূল্য সমন্বয়ের পর যে মুনাফা পাওয়া যাবে, সেটিই আসল মুনাফা হিসেবে গণ্য হবে।

দীর্ঘদিন ধরে উৎসাহ বোনাস প্রদানে ব্যাংকগুলোর মধ্যে শৃঙ্খলার অভাব ছিল বলে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, এ সমস্যা দূর করে খাতে সুশাসন নিশ্চিত করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি একীভূত উৎসাহ বোনাস নীতিমালা প্রস্তুত করেছে সরকার।

সংবাদটি শেয়ার করুন